Bangladesh AI Olympiad Preliminary
Preliminary contest for first ever Bangladesh AI Olympiad
8 May 2024
12:00 noon — 3:00 PM
Online – Toph.co
Joining link will be provided with ticket purchase
Coming Off
11 months ago
প্রথমবারের মত আন্তর্জাতিকভাবে AI Olympiad অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবে বাংলাদেশ থেকে দল যাবে। এর জন্য বাংলাদেশে কয়েকটি পর্বে BdAIO অনুষ্ঠিত হবে।
এর প্রথম পর্ব হবে ৮ মে, ২০২৪, একটি অনলাইন পাইথন প্রোগ্রামিং কনটেস্ট। এই কনটেস্টটি ৮ম থেকে ১১শ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এখানে যারা অংশগ্রহণ করে ভাল করবে তারা জাতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবে। যেহেতু এটা AI Olympiad, এখানে শুধুমাত্র পাইথন দিয়েই সমস্যা সমাধান করা যাবে। এই কনটেস্টে মূলত পাইথনের দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতা পরীক্ষিত হবে। কনটেস্টটি toph.co তে অনুষ্ঠিত হবে। নিবন্ধনের জন্য আগে ঐ সাইটে অবশ্যই একাউন্ট থাকতে হবে। একাউন্ট কীভাবে খুলতে হবে সেটা এখানে দেখা যেতে পারে।
অলিম্পিয়াড সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের ফেসবুক পেইজে খুঁজে পাওয়া যাবে।
For the first time, the AI Olympiad is going to be held internationally. Bangladesh will send a team to this event. For this, the BdAIO will be held in Bangladesh in several stages.
The first stage will be an online Python programming contest on May 8, 2024. This contest will be open for students studying from grades 8 to 11. Those who perform well in this contest will be able to participate in the national stage. Since this is the AI Olympiad, problems can only be solved using Python. This contest will mainly test proficiency in Python and problem-solving skills. The contest will be held on toph.co. To register, you must have an account on that site. How to create an account can be seen here.
All information about the Olympiad can be found on our Facebook page.