EventsSupportFAQ
Meeting or Networking Event

CodeConnect: Developer Meetup September

CodeConnect সফটওয়ার ইঞ্জিনিয়ার বা এই বিষয়ে আগ্রহীদের নিয়ে আড্ডাবাজি ধরনের একটা মিটআপ

Ticket Sold Out
When & Where

2 September 2023

11:00 AM — 12:00 noon

ChaalChitra

See On Map

About The Event

Address

3 Dhakeshwari Rd, Dhaka, Bangladesh, Dhaka

Coming Off

almost 2 years ago

Details

CodeConnect সফটওয়ার ইঞ্জিনিয়ার বা এই বিষয়ে আগ্রহীদের নিয়ে আড্ডাবাজি ধরনের একটা মিটআপ। জাভাস্ক্রিপ্ট এত পচা কেন থেকে টুইটার এখন এক্স কেন - সবকিছু নিয়েই গল্প করার স্পেস থাকবে এখানে। বিগিনার কেউ গাইডলাইনের জন্য আসতে পারেন কিংবা সিনিয়র কেউ স্রেফ আড্ডা দিতে আসতে পারেন। আমাদের হোস্ট এবং দুজন রিসোর্স পার্সন তিনজনই সফটওয়ার ইঞ্জিনিয়ার, যেন যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে কেউ এখানে আসলে প্রোগ্রামিং নিয়ে আড্ডা দিতে পারেন। আমাদের উদ্দেশ্য মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নেটওয়ার্কিং বাড়ানো এবং যারা এ যাত্রায় নতুন তাদের সাথে পুরনোদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেবার সুযোগ করে দেওয়া।

 

এই সেশনটা এক্সপেরিমেন্টাল, আমরা ৩০ জনের স্লট রেখেছি। ভবিষ্যতে কেউ যদি প্লেস বা কফি স্পন্সর করতে চান তাহলে জানান!

 

মিটআপটা সম্পুর্ন ফ্রি। তবে অনুরোধ থাকবে প্লিজ কেউ না আসতে পারলে স্লট বুক করবেন না। যারা রেজিস্ট্রেশন করবেন সবাইকে ইমেইলে হোস্টের ফোন নাম্বার জানিয়ে দেওয়া হবে কমিউনিকেশনের জন্য।

 

আরেকটা ব্যাপার হল এই সেশনে কোন পেইড কোর্স প্রোমোট না করার আন্তরিক অনুরোধ থাকবে। ভাল কোর্সগুলোর প্রোমোশনের জন্য ভবিষ্যতে স্পেস তৈরি করার ইচ্ছা আছে, তবে এখনই না।

 

Registration starts from 25th August 2023, 9PM

 

 

 

 

Gallery

 

Thanks everyone for the amazing session! Looking forward to see you on the next one!

 

About The Organizer
CodeConnect 

Connecting The Coding Minds

See All Events by CodeConnect 
In Association With