EventsSupportFAQ
$vuetify.EventCategory.Conference

Hacktoberfest: Introduction to Open Source Contributions

Discover the power of collaboration, learn the basics of open-source contribution, and explore the exciting opportunities that await you in the open-source community. Our expert speakers will guide you through the process, share valuable insights, and provide hands-on tips to help you get started on your open-source adventure.

Ticket Sold Out
When & Where

30 September 2023

9:00 AM

BdOSN Auditorium

See On Map

About The Event

Address

Level 12, 758 Satmasjid Road, Dhaka

Coming Off

over 1 year ago

Details

ওপেন সোর্স ও হ্যাক্টোবর ফেস্ট

 

ওপেন সোর্স হচ্ছে উন্মুক্ত ও অবাণিজ্যিক সফটওয়ারের মতাদর্শ। আমাদের প্রয়োজনীয় সফটওয়ারের উপর কোম্পানিগুলোর কন্ট্রোল কমাতেই শুরু হয় ওপেন সোর্সের যাত্রা। এখন বিশ্বের বেশ বড় বড় কিছু সফটওয়ারের পুরো সোর্স কোডই উন্মুক্ত। চাইলেই যে কেউ ফ্রিতে সেগুলো ব্যাবহার করতে পারে। নিজের মত পরিবর্তন করে নিতে পারে।

 

প্রতিবছরের ধারাবাহিকতায় অক্টোবর মাসে ওপেনসোর্সের বৈশ্বিক উৎসব হ্যাক্টোবার ফেস্ট অনুষ্ঠিত হয়। এই উৎসব নতুনদের ওপেনসোর্স সফটওয়ারে কাজ করার অনুপ্রেরণা দেয়। এই বছরের হ্যাক্টোবারে নবীন বাংলাদেশী প্রোগ্রামারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য এই মিট আপ। 

 

বিস্তারিত জানতে https://hacktoberfest.com/

 

Festive.Rocks ও HacktoberFest এর অফিশিয়াল কোয়ালিশন: https://events.mlh.io/events/10387 

 

কেনো ওপেন সোর্সে কন্ট্রিবিউশন?

 

সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্যে নিজের প্রোফাইল শোকেস করার বিভিন্ন মাধ্যম থাকলেও (যেমন গিটহাব প্রোজেক্ট, পোর্টফোলিও), তার সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশন। আপনি যখন আপনার সিভিতে আপনার করা বিভিন্ন প্রোজেক্ট লিস্ট করেন, তখন ক্লায়েন্ট বা পটেনশিয়াল এমপ্লয়ারকে সেই প্রোজেক্ট এক্সপ্লোর করতে হয় তার কোয়ালিটি বোঝার জন্যে যা বেশ সময় সাপেক্ষ। তাছাড়া পটেনশিয়াল এমপ্লয়ার যদি সেই টেকনলজিতে দক্ষ না হয়, সেক্ষেত্রে ইভালুয়েশন আরও কঠিন হয়ে দাঁড়ায়। কিংবা হয়তো আপনার অসাধারণ একটা কাজ সে বুঝতেই পারবে না।

 

অন্য দিকে আপনার যদি ভালো কয়েকটা (এমনকি স্রেফ একটা) ওপেন সোর্স প্রোজেক্টে কন্ট্রিবিউশন থাকে, তার মানে এই কাজটা ইতোমধ্যে দক্ষ কয়েকজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভালুয়েট করেছেন এবং তারা মনে করেন আপনার কাজটি ভালো হয়েছে। তাই ওপেন সোর্স কন্ট্রিবিউশন ক্লায়েন্ট বা পটেনশিয়াল এমপ্লয়ারদের যথেষ্ট সাহায্য করে দ্রুত আপনার ওপর আস্থা তৈরী করতে। এছাড়াও বিভিন্ন রিমোট জবে প্রায়শই ওপেন সোর্স কন্ট্রিবিউটরদের অগ্রাধিকার দেয়ার ব্যাপারটি সরাসরি উল্লেখ থাকে।

 

সেশন আউটলাইন

 

→ Git Basics

→ Making first open source contribution (hands-on)

→ Getting a job from Open Source experience

→ How to participate in HacktoberFest

 

নিজের ল্যাপটপ নিয়ে আসলে হাতে কলমে কাজ করা যাবে। ল্যাপটপে গিট ইন্সটল করে রাখলে এবং একটি গিটহাব একাউন্ট তৈরি করে রাখলে ভালো হয়। 

 

যেভাবে গিট ইন্সটল করতে হবেঃ https://github.com/git-guides/install-git 

গিটহাবে সাইন আপ করার লিঙ্কঃ https://github.com/signup

 

সময় ও স্থান

 

মিটআপটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর বেলা ৩টা থেকে,  বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) অডিটোরিয়ামে (আবাহনী মাঠের বিপরীত পাশে)।

 

Please share and help spread the word! 

Happy Open Sourcing!

 

About The Organizer
CodeConnect 

Connecting The Coding Minds

See All Events by CodeConnect 
In Association With