বাঙলার ৬২
🔘 বাঙলার ৬২ শুধু বাঙলা কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। অর্থাৎ বাঙলার ৬২ ভেন্যু কলেজ মাঠ শুধুমাত্র বাঙলা কলেজ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
Opening Ceremony
Welcome of New Students
Get Together, T-Shirt & Food Distribution
Lunch Break
Celebrate Banglar 62 & Cake Cutting
Invited Guest Speech
Conclusion of the Speech with Chairperson's Remarks
Start of Cultural Program and Concert
End
ঠিকানা
সরকারি বাঙলা কলেজ, মিরপুর,ঢাকা, ঢাকা
ফেসবুক ইভেন্ট
লিংকে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন
🔘 বাঙলার ৬২ শুধু বাঙলা কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। অর্থাৎ বাঙলার ৬২ ভেন্যু কলেজ মাঠ শুধুমাত্র বাঙলা কলেজ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
🔘 রেজিষ্ট্রেশন ফি ৩৫০/- টাকা। যার মধ্যে ফ্রন্ট লাইন এন্ট্রি পাস, দুপুরের খাবার ও টিশার্ট অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ফ্রী টিকিট ও থাকবে সবার জন্য রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক। রেজিষ্ট্রেশন ব্যতিত কেউ প্রবেশ করতে পারবেন না ।
🔘কলেজ মাঠের ভিতরে বাহিরের কোন খাবার এলাও করা হবে না।
🔘 শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবক টিম, রোভার স্কাউট, বিএনসিসি ও গার্লস গাইডের সদস্যগণ প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবেন। রেড ক্রিসেন্ট প্রাথমিক মেডিকেল সাপোর্ট দিবে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমাদের অপারগতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

