EventsSupportFAQ
কনসার্ট

বাঙলার ৬২

🔘 বাঙলার ৬২ শুধু বাঙলা কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। অর্থাৎ বাঙলার ৬২ ভেন্যু কলেজ মাঠ শুধুমাত্র বাঙলা কলেজ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

টিকেট শেষ
কখন, কোথায়

1 অক্টোবর 2024

3:00 পূর্বাহ্ন — 3:30 অপরাহ্ন

সুবিধাদি
স্বশরীরে
জলখাবার
ফ্রি
ইভেন্টের সময়সূচি

Opening Ceremony

9:00 পূর্বাহ্ন

Welcome of New Students

10:30 পূর্বাহ্ন

Get Together, T-Shirt & Food Distribution

12:00 মধ্যাহ্ন

Lunch Break

1:01 অপরাহ্ন

Celebrate Banglar 62 & Cake Cutting

2:31 অপরাহ্ন

Invited Guest Speech

3:10 অপরাহ্ন

Conclusion of the Speech with Chairperson's Remarks

4:10 অপরাহ্ন

Start of Cultural Program and Concert

4:30 অপরাহ্ন

End

9:00 অপরাহ্ন
ইভেন্ট সম্পর্কে

ঠিকানা

সরকারি বাঙলা কলেজ, মিরপুর,ঢাকা, ঢাকা

ফেসবুক ইভেন্ট

লিংকে যাওয়ার জন্য  এখানে ক্লিক করুন

বিস্তারিত

🔘 বাঙলার ৬২ শুধু বাঙলা কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। অর্থাৎ বাঙলার ৬২ ভেন্যু কলেজ মাঠ শুধুমাত্র  বাঙলা কলেজ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
 🔘 রেজিষ্ট্রেশন ফি ৩৫০/- টাকা। যার মধ্যে ফ্রন্ট লাইন এন্ট্রি পাস, দুপুরের খাবার ও টিশার্ট অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ফ্রী টিকিট ও থাকবে সবার জন্য রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক। রেজিষ্ট্রেশন ব্যতিত কেউ প্রবেশ করতে পারবেন না ।

🔘কলেজ মাঠের ভিতরে বাহিরের কোন খাবার এলাও করা হবে না।


🔘 শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবক টিম, রোভার স্কাউট, বিএনসিসি ও গার্লস গাইডের সদস্যগণ প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবেন। রেড ক্রিসেন্ট প্রাথমিক মেডিকেল সাপোর্ট দিবে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমাদের অপারগতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আয়োজক সম্পর্কে