EventsSupportFAQ
Concert or Performance

Khulna University Rag Day Concert 2023

"ঐকাত্মিক '১৯ - সংঘবদ্ধ স্পন্দনে প্রান্তিক মুহূর্তের সন্ধিক্ষণে" খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী কনসার্ট ২০২৩ এর টিকেট সংগ্রহ করুন এখনই!

Ticket Sold Out
When & Where

28 October 2023

11:00 AM

Khulna University Campus

See On Map

About The Event

Address

Khulna, Khulna

Coming Off

over 1 year ago

Details

‘ঐকাত্মিক’ অর্থ সম্মিলিত, সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, একতাবদ্ধ। মনেপ্রাণে, একনিষ্ঠভাবে, সর্বান্তঃকরণে ও আন্তরিকতার সহিত প্রচেষ্টা।

জীবন নামক উপন্যাসে ক্যাম্পাসের এই চার বছর বেঁচে থাকার সুযোগ একবারই আসে। জীবনের যত সত্য,ইচ্ছা,ভালোবাসা,অনূভুতির তীব্রতা প্রকাশ পায় এই চার বছরে।শত দুঃখ-কষ্ট,আশা-আকাঙ্ক্ষা,ভালোবাসা আমরা ভাগ করে সবার মাঝে,মিশে যাই অনুভূতির এক অমৃত অন্তরালে। 'ঐকাত্মিক' হলো হাজার প্রানের এক প্রাণ হওয়ার উপাখ্যান,হাজার হৃদয়ে এক ভালোবাসার উপাখ্যান। ১০৬ একরের এই প্রাঙ্গন যেন আমাদের কাছে স্বর্গ,আজীবন আমাদের প্রার্থনায় স্মরণ থাকবে এই ১০৬ একরের উন্নতি সমৃদ্ধি। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের '১৯ ব্যাচের প্রত্যেক বন্ধু আমরা শিরায় চলমান রক্তকনার মতো জীবন্ত করে রাখার প্রচেষ্টা করেছি এই ক্যাম্পাসকে,শত ঝড়-ঝঞ্চা,হাসি-আনন্দ একসাথে মাখামাখি করে নিয়েছি নজেদের হৃদয়ে। ঐকাত্মিক আমাদের সত্ত্বা, আমাদের পরিচয়।এই গল্প আমাদের,এই কবিতা আমাদের। ঐকাত্মিক আমাদের একতার স্বরূপ,আমাদের সংঘবদ্ধতার গল্প।


আমরা ঐকাত্মিক হবো আমাদের এই সৃষ্টিশীল আনন্দের যাত্রায়,মেল বন্ধনের এই উপাখ্যানে । আমরা একসাথে হবো সংগঠিত,আমরা একসাথে হবো একত্রিত কারন। আমরা সবাই ঐকাত্মিক।"সংঘবদ্ধ স্পন্দনে
প্রান্তিক মুহুর্তের সন্ধিক্ষণে" আমরা সবাই ঐকাত্মিক।

 

নিরাপত্তা নির্দেশনা:

 

* কনসার্টে প্রবেশের জন্য সবাইকে উপসংহার- ২৩ এর টি-শার্ট, আইডি কার্ড, মানি রিসিপ্ট বহন করতে হবে।

* যেকোনো প্রকার আগ্নেয়াস্ত্র, ধারালো বস্তু, পারফিউম, লাইটার, ভ্যাপ, তামাকজাত পণ্য, পানি, খাদ্যদ্রব্য ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না।

* বহিরাগতরা মেইনগেইট দিয়ে প্রবেশ করবে।

* কোনো রকম নিউজ কাভারেজ হবে না।

* ওয়াকওয়েতে কেউ কোনো ভাবেই প্রবেশ করতে পারবেনা। যদি কেউ প্রবেশ করে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

* ফেন্সের ভেতর শুধু ক্যাম্পাসের শিক্ষার্থীরা অবস্থান করবে।

* সন্ধ্যা ছয়টার মধ্যে প্রবেশের সকল গেট বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে পরে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না।

* কনসার্টের দিন দুপুর ৩টা থেকে সবাই প্রবেশ করতে পারবে।

* উপসংহার-২৩ প্রদত্ত সিকিউরিটি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

আমাদের অনুষ্ঠানটি সফল করতে এবং অপ্রীতিকর অভিজ্ঞতা এড়াতে এই নির্দেশনাগুলো মেনে চলতে সবাইকে অনুরোধ করছি।

 

ঐকাত্মিক-১৯
"সংঘবদ্ধ স্পন্দনে
প্রান্তিক মুহুর্তের সন্ধিক্ষণে"


#খুবি_জ্ঞ্যানজ্যাম


 

About The Organizer
In Association With